শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১ স্টাফ রিপোর্টার : কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১ মার্চ সোমবার দুপুরে শেরপুর জেলা পুলিশ লাইন্সে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। পরে পুলিশ লাইন্সের কনফারেন্স মিলনায়তন কক্ষে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমানডেন্ট পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে জেলার ১৭ জন জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেয়া হয়। Related posts:নালিতাবাড়ীতে মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধারশেরপুরে মৃগী নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধারশেরপুরে তারুণ্যের উৎসব উদ্বোধন Post Views: ২৬৮ SHARES শেরপুর বিষয়: