শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১ রাজাদুল ইসলাম বাবু, শেরপুর : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শেরপুরের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। ৩ মার্চ বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ যুদ্ধকালীন সময়ে বিভিন্ন রণাঙ্গণে যুদ্ধের স্মৃতিচারণ করেন। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সুরুজ, বীর মুক্তিযোদ্ধা দরবেশ আলী, বীর মুক্তিযোদ্ধা এটিএম জিন্নত আলী, বীর মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র দাস প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকতাদিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, এনডিসি মিজানুর রহমান, সহকারি কমিশনার আসিফ রহমান, সানাউল মোর্শেদ, সালাউদ্দিন বিশ্বাস ও এসএম আল আমিন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সম্পর্কে জানতে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। Related posts:শেরপুরে আরও ৩ জন করোনায় আক্রান্তশেরপুরে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’র পুরস্কার ও সনদ বিতরণলকডাউনে শেরপুরে ঘরবন্দি শহরবাসী, তবে গ্রামের চিত্র উল্টো Post Views: ২০২ SHARES শেরপুর বিষয়: