শেরপুর পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন আবুল কালাম আজাদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এ প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন নবারুণ স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট সংগঠক আবুল কালাম আজাদ। ১ মার্চ সোমবার তিনি জেলা পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত ওই প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ওইসময় প্রতিষ্ঠানের হলরুমে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পুলিশ লাইন্স একাডেমির সভাপতি পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ অন্যান্যরা। ওইসময় পুলিশ সুপার বলেন, শিক্ষকতা একটি নোবেল পেশা, এই পেশাকে প্রতিষ্ঠা করুন। তিনি মানসম্মত শিক্ষা কার্যক্রম চালিয়ে বিদ্যালয়টিকে জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষকসহ সবার প্রতি আহবান জানান। পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া। এ ব্যাপারে সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, তিনি এ প্রতিষ্ঠানটিকে সাফল্যের শিখরে নিয়ে যেতে কাজ করবেন। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি। Related posts:শ্রীবরদীতে মুজিব শতবর্ষের প্রস্তুতিমূলক ও আইন শৃঙ্খলা কমিটির সভাশেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সবুজ হত্যা মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান মিজান গ্রেফতারনালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস Post Views: ২৭৯ SHARES শেরপুর বিষয়: