সৌদিকে হটিয়ে আরো একটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেন বাহিনী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১ অনলাইন ডেস্ক : ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আরো একটি এলাকা মুক্ত করে সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী। সেখানে সৌদির ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ইয়েমেনি বাহিনী। জানা গেছে, হুথি সমর্থিত বাহিনী মা’রিব প্রদেশের সিরওয়াহ অঞ্চলের পাহাড়ি আল-আতিফ এলাকা মুক্ত করেছে সৌদি বাহিনীকে হটিয়ে। তবে তার আগে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ও আল-কায়েদা সন্ত্রাসীদের সঙ্গে প্রচণ্ড লড়াই হয়। গত কয়েক ঘণ্টায় সৌদি জঙ্গিবিমান মা’রিব প্রদেশের পশ্চিমে অন্তত ১২ বার বোমা হামলা চালিয়েছে। সূত্র : পার্সটুডে। Related posts:আফগানিস্তানের একের পর এক শহর তালেবানের দখলেপাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ১৩ সেনা নিহতজনরোষের মুখে চীন সরকার Post Views: ৩৭৯ SHARES আন্তর্জাতিক বিষয়: