জামালপুের বিয়ের প্রলোভনে ধর্ষণ, জেঠাতো ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করায় জেঠাতো ভাই তাকিউল হাসান উদয় (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বর্ধিত বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রোববার (১৪ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহমেদ এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত উদয় বকশীগঞ্জ উপজেলার উঠানোপাড়া গ্রামের ছোরহাব আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন জানান, ২০১৫ সালের ৩ এপ্রিল রাতে জেঠাতো ভাই তাকিউল হাসান উদয় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এরপর থেকে প্রতিদিন রাতে ধর্ষণ করলে গর্ভবতী হন ওই ছাত্রী। ঘটনা জানাজানি হলে ১৪ আগস্ট শেরপুরের ডক্টরস্ হাসপাতালে ওই ছাত্রীকে গর্ভপাত করানো হয়। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান উদয়।

এ ঘটনায় ২০১৬ সালের ২৬ জানুয়ারি ওই ছাত্রী বাদী হয়ে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলায় ১৬ সাক্ষীর মধ্যে ১৩ জনের জবানবন্দি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। জরিমানার টাকা ওই ছাত্রীকে প্রদান করার জন্য আদেশ দিয়েছেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন মো. মোকাম্মেল হক।