জামালপুরে তৃতীয় শ্রেনী কর্মচারীদের ৫দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদের ৫দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখা।
২২ মার্চ সোমবার সকালে জামালপুর পৌর শহরের বকুলতলা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টা ব্যাপি মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি জাফর আলী। সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন মো. রফিকুল ইসলাম, জাফর আহম্মদ, মামুনুর রশীদ, রোমান, আবু বক্কর সিদ্দিক, আব্দুল কাদের, মঞ্জরুল ইসলাম, ওয়াজেদ আলী, আবু বক্কর প্রমুখ। এ সময় বক্তরা তৃতীয় শ্রেনী কর্মচারীদের বেতন গ্রেড পরিবর্তন করে ১১তম ও শিক্ষার্থী সংখ্যার অনুপাতে কর্মচারী বৃদ্ধি, পদ পরিবর্তন কম্পিউটারসহ অন্যান্য উচ্চতর ট্রেনিং-এর ব্যবস্থা, শিক্ষা মন্ত্রণালয়ের প্রনীত চাকরিজীবিবিধি-২০১২ বাস্তবায়ন, প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে কর্মচারীদের একজন রাখতে হবে এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত পদোন্নতিসহ ৫দফা দাবীর কথা জানান। পরে তারা জেলা প্রশাসকের বরাবরে স্মরকলিপি ৫দফা দাবী সম্বলিত স্মরক লিপি প্রদান করেন। সারা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনী কর্মচারীরা উপস্থিত ছিলেন।