করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেত্রী কবরী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১ বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন। নূর উদ্দিন বলেন, ‘ উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করতে দেন ম্যাডাম। গত সোমবার রিপোর্ট হাতে আসে। রিপোর্টে ম্যাডামের করোনা পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।’ ১৯৬৪ সালে ‘সুতারাং’ ছবি দিয়ে দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। ছবিটি পরচালনা করেন সুভাষ দত্ত। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন এ তারকা। Related posts:এআই দিয়ে কণ্ঠ নকল, আইনি ব্যবস্থা নেবেন হানিফ সংকেতবক্স অফিসে ১০০ কোটি রুপি ছুঁতে যাচ্ছে রণবীর-আলিয়ার ‘প্রেমকাহানি’বিজিবির সদস্যদের সঙ্গে ‘সোনার বাংলা’ গাইলেন দেব Post Views: ২৪৫ SHARES বিনোদন বিষয়: