করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শেরপুরের সব পর্যটন কেন্দ্র দুই সপ্তাহ বন্ধ ঘোষণা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১ স্টাফ রিপোর্টার : হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শেরপুরের সব পর্যটন কেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে বলে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজ ও আইডি থেকে জানানো হয়েছে। জেলা প্রশাসন সুত্রে জানা যায়, করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় জনসমাগম বন্ধে শহরের ডিসি উদ্যান, অর্কিড পর্যটন কেন্দ্র, ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্র, নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কসহ জেলার সকল পর্যটন কেন্দ্রের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত ৩১ মার্চ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৫৮ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, ভারত সীমান্তবর্তী পাহাড়ি জেলা শেরপুরে পর্যটন কেন্দ্র থাকার কারণে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাসুরা এখানে ঘুরতে আসেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে জেলার মানুষদের করোনা থেকে মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। Related posts:শেরপুরে দুই মাদক সেবীর ৬ মাসের কারাদণ্ডশেরপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিতশ্রীবরদীতে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক আটক Post Views: ২২৬ SHARES শেরপুর বিষয়: