চাঁদাবাজির অভিযোগে ভুয়া ডিবি গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরে লকডাউনে বের হওয়া ইজিবাইক চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় নজরুল ইসলাম (৩০) নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে র্যাব। সে সরিষাবাড়ী উপজেলার মন্ডলবাড়ী ছাতারিয়া বাগমারা গ্রামের শহীদ মিয়ার ছেলে। তার সঙ্গী পলাতক দুলাল স্থানীয় ব্যাঙ মিয়ার বাসার সামনের বাসার নাইট গার্ডের চাকরি করেন। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে শহরের দড়িপাড়া পুরাতন বাইপাস মোড় এলাকা থেকে ওই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী দুলাল (৪৫) পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ এমএম সবুজ রানা। তিনি আরো জানান, সকাল পৌনে নয়টার সময় দড়িপাড়া পুরাতন বাইপাস মোড় সংলগ্ন জুলেখা ময়দার মিলের সামনে অভিযান চালায় র্যাব। এ সময় লকডাউনে বের হওয়া ইজিবাইক চালকদের আটকে ডিবি পুলিশ পরিচয়ে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি চাঁদাবাজি করছিলেন। তাকে চ্যালেঞ্জ করলে তিনি জানান, ভুয়া ডিবি পুলিশ সেজে তিনি এই চাঁদাবাজি করছিলেন। তার কাছ থেকে চাঁদাবাজির এক হাজার সাতশত পঁচাশি টাকা উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তারের প্রস্তুতিকালে তার সহযোগী দুলাল র্যাবের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন। গ্রেপ্তার নজরুলকে সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। Related posts:চৌকা সীমান্তে বিজিবি-বিএসএফ চরম উত্তেজনা, এলাকাবাসীর পাল্টাপাল্টি পাথর নিক্ষেপবকশীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় যুবক আটকমাদরাসাছাত্রকে বলাৎকার করে ধরা খেল শিক্ষক Post Views: ২২৩ SHARES সারা বাংলা বিষয়: