জামালপুরে হত্যা মামলার পলাতক ছয় আসামী গ্রেফতার

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌর শহরের ছোনটিয়া এলাকায় অভিযান চালিয়ে মেধাবী শিক্ষার্থী ঋতু আক্তার (১৪) হত্যা মামলার পলাতক ছয় আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।
চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী জামালপুর সদর থানায় দায়ের হওয়া ঋতু আক্তার হত্যা মামলার ২০ আসামী দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। বর্তমানে মামলাটি জামালপুর সিআইডিতে তদন্তনাধীন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম.সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল গত বৃহস্পতিবার গভীর রাতে জামালপুর পৌর শহরের ছোনটিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামীসহ ছয় জনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতরা হলেন ওই এলাকার নুরুল আলীর ছেলে মোঃ খোকন (৩৫), দুদু মিয়ার তিন ছেলে মোঃ রকিব (৪২), মোঃ জিরো (৪৫) ও মোঃ আব্দুর রশিদ (৩২), মোঃ নুরুল আলীর ছেলে মোঃ রোকন (৩০) ও মৃত দাবুল্যা হাজীর ছেলে মোঃ জাফর আলী (৫০)। গ্রেফতারকৃতদেরকে পরে সিআইডি জামালপুরের কাছে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী জামালপুর পৌর শহরের ছোনটিয়া এলাকায় মেধাবী শিক্ষার্থী ঋতু আক্তার হত্যা মামলার পলাতক ২০আসামীর মধ্যে প্রধান দুই আসামীসহ ছয় জনকে গ্রেফতার করা হলো। মামলার বাকী আসামীরা এখনো পলাতক রয়েছে বলে জানান র‌্যাব কমান্ডার সবুজ রানা।