ঝিনাইগাতীতে অবৈদ্ধ স্থাপনা উচ্ছেদ || সরকারি জমি উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারের সরকারী জমির উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ১৭ এপ্রিল শনিবার উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাইকুড়া বাজারে দীর্ঘদিন যাবত এক শ্রেণীর ভূমিদস্যু সরকারী জমির উপর প্রায় ১৫টি অবৈধ স্থাপনা নির্মাণ করে বাজারের ব্যবসায়ীদের সমস্যা করে আসছে। ওই বাজারের সরকারী রাজস্ব আদায় বৃদ্ধি, বাজারের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে নির্মিত অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমির মূল্যে কোটি টাকা হবে বলে জানা যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ বলেন, সরকারি জমি উদ্ধারের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:শেরপুরে ৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারশিক্ষার্থী হত্যা মামলায় শেরপুর জেলা আ.লীগ নেতা চন্দন কুমার পাল রিমান্ডেশ্রীবরদীতে গৃহকর্ত্রীর বর্বরোচিত নির্যাতনের শিকার শিশু সাদিয়া Post Views: ২২৩ SHARES শেরপুর বিষয়: