ঝিনাইগাতীতে ভর্তুকিতে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন পেল কৃষক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১ স্টাফ রিপোর্টার : আর কিছুদিনের মধ্যেই শেরপুরের ঝিনাইগাতীতে পুরোদমে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হবে। কিন্তু চলমান করোনা পরিস্থতিতে ধান কাটা-মাড়াইয়ে শ্রমিক সংকট দেখা দিতে পারে। ওই অবস্থায় কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গৌরপুর ইউনিয়নের কৃষক মোস্তাফিজুরের হাতে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রতিটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ২৮ লাখ টাকা। কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষক মোস্তাফিজুরকে ওই মেশিন দেওয়া হল। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে। Related posts:শেরপুরে পঞ্চম দিনেও কঠোর অবস্থানে প্রশাসন ॥ মাঠে ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারঝিনাইগাতীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণরাতের আঁধারে শহর ঘুরে রিক্সাচালক ও নিম্ন আয়ের মানুষের মাঝে সাবেক এমপি শ্যামলীর ঈদ উপহার বিতরণ Post Views: ২৬২ SHARES শেরপুর বিষয়: