ঝিনাইগাতীতে যুবলীগের উদ্যোগে মাস্ক বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন’র নির্দেশে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহ আলম এর নেতৃত্বে ২য় ধাপের প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল বুধবার ঝিনাইগাতী উপজেলা সদর, কাংশা, গৌরীপুর, পাইকুড়া, মালিঝিকান্দা, তিনানীসহ বিভিন্ন হাট বাজারের গুরুত্বপ‚র্ণ স্থানে আগত মাস্ক বিহীন সাধারণ মানুষের মধ্যে ৮ হাজার মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজে ও অপরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। বেশি বেশি পানি পান করুন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। তিনি আরও বলেন, বাজার ও রাস্তা-ঘাটে বেশি আড্ডা না দিয়ে বাড়িতে থাকার চেষ্টা করুন। সময় পেলে আল্লাহর কাছে দেশ ও জাতির জন্য দোয়া করুন। সৃষ্টিকর্তা করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। Related posts:শেরপুর-৩ আসনে শহিদুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিলপৌর নির্বাচন : নকলায় মেয়র পদে ৫ প্রার্থী ও নালিতাবাড়ীতে ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিলনালিতাবাড়ীর ফাতেমা রাণীর তীর্থস্থানে বন্যহাতির তান্ডব, গুড়িয়ে দিয়েছে ক্রশ Post Views: ২৪২ SHARES শেরপুর বিষয়: