ঝিনাইগাতীতে হাতী তাড়াতে জগ লাইট বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ও নলকুড়া ইউনিয়নের সীমান্ত এলাকায় বসবাসকারীদের মাঝে হাতী তাড়াতে জগ লাইট বিতরণ করা হয়েছে। ৫ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ জগ লাইট বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় উপজেলা প্রকৌশল অফিসের হিসাব সহকারী শাহজাহান মিয়াসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। এ সময় ১০ জনের মঝে এ জগ লাইট বিতরণ করা হয়। উল্লেখ্য, সীমান্ত এরাকার গ্রামগুলোতে হাতি ঢুকে ফসল খেয়ে যায়। এই জগ লাইট দেওয়ার ফলে উপকৃত হবে গ্রামবাসী। এই জগ লাইট হাতি তাড়ানোর সহায়ক হবে। Related posts:ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশগজনী অবকাশে ঘুরে গেলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীশেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম জাকির হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া Post Views: ৩৬৫ SHARES শেরপুর বিষয়: