টাকা নিয়ে টিকা আটকানোর অধিকার সেরামের নেই: পাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১ অনলাইন ডেস্ক : বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছেন, করোনাভাইরাসের দেড় কোটি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে টাকা দেওয়া হয়েছে। টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নাই। ২৪ এপ্রিল শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। নাজমুল হাসান পাপন বলেন, ‘দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনো ৮০ লাখ ডোজ টিকা দেয়নি সেরাম ইনস্টিটিউট। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা।’ বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের টিকা কেনায় এজেন্টের কাজ করছে বেক্সিমকো ফার্মা। প্রতিষ্ঠানটির এমডি পাপন বলেন, ‘সরকার অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী টিকা দেবে না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম টাকায় যতো টিকা পাব তা আমাদের দিতে হবে। দেড় কোটি টিকার টাকা দিয়েছি। সেটা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।’ তিনি আরও বলেন, ‘ভারত যে বাংলাদেশের বন্ধু সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না। ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।’ Related posts:ক্যাসিনো ব্যবসার প্রশ্রয়ে প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থাআজ আন্তর্জাতিক নারী দিবসবিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নায়িকা শিমলাকে জিজ্ঞাসাবাদ Post Views: ২৩৯ SHARES জাতীয় বিষয়: