নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যক্তির কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১ নালিতাবাড়ী প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু উত্তোলন ও পরিবহনে জড়িত থাকার অপরাধে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১১এপ্রিল রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন ওই দণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোগাই নদীর নিষিদ্ধ স্থান হাতিপাগার এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে হাতিপাগার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস। অভিযান চলাকালে বালু উত্তোলনে জড়িত হাতিপাগার গ্রামের শ্রমিক শামসুল আলম (৩০), একই গ্রামের বালু ব্যবসায়ী সোহেল (২৮) ও নয়াবিল হাতিপাগার গ্রামের বালু ব্যবসায়ী আবু সামাকে (৩৬) হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ প্রমাণিত হওয়ায় শামসুলকে ৭ দিনের, সোহেল ও আবু সামাকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও আরও ১ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। Related posts:ঝিনাইগাতীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপনশেরপুরে পৌর এলাকার কমর্হীন মানুষের মাঝে শ্রমিক নেতা আরিফ রেজার আরও উপহার সামগ্রী বিতরণনকলায় ঈদ-উল-আযহা উদযাপনে প্রস্তুতি সভা Post Views: ৩২১ SHARES শেরপুর বিষয়: