নালিতাবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১ স্টাফ রিপোটার : করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে চলমান লকডাউনে শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় পথচারী ও দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। সুত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি না মেনে ও মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০টি পৃথক মামলায় দোকানী ও পথচারীকে ২০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিতচতুর্থ ধাপে শেরপুর ও শ্রীবরদী পৌরসভাসহ ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারিসোহাগপুরের বিধবাদের মাঝে ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ Post Views: ২০৬ SHARES শেরপুর বিষয়: