ভূমিকম্পে মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে মাদ্রাসা ছাত্র নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১ অনলাইন ডেস্ক : ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে বগুড়ার শিবগঞ্জে বাপ্পী হাসান সিয়াম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। ২৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের সোলাগাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সিয়াম সোলাগাড়ি গ্রামের ট্রাক ড্রাইভার ফরহাদ হোসেনের ছেলে। সে স্থানীয় আলীগ্রাম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) হরিদাস মণ্ডল জানান, বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ভূমিকম্প হয়। এতে সোলাগাড়ি গ্রামের ট্রাকচালক ফরহাদ হোসেনের এক প্রতিবেশীর বাড়ির মাটির তৈরি দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। তার এক ঘন্টা পর ফরহাদ হোসেনের ছেলে বাপ্পী হাসান সিয়াম ওই দেওয়ালের পাশে গিয়ে বসে। এরপর আকস্মিকভাবে দেওয়ালটি ধ্বসে তার ওপর পড়ে। এতে সিয়াম মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। Related posts:খুনিদের দল বিএনপি : প্রধানমন্ত্রীপ্রাথমিকে বৃত্তি পেল সাড়ে ৮২ হাজারবঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কমিশন গঠন করতে হবে Post Views: ২৫৯ SHARES জাতীয় বিষয়: