মে মাসের প্রথম সপ্তাহেই আসবে ২১ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যের ডিজি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১ অনলাইন ডেস্ক : আগামী মে মাসের প্রথম সপ্তাহেই করোনার ২১ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। ২৫ এপ্রিল রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ডা. খুরশীদ আলম বলেন, মে মাসের শুরুতেই ২১ লাখ ডোজ টিকা আমরা পাচ্ছি। এর মধ্যে এক লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স, আর বিশ লাখ ডোজ দেবে সেরাম ইনস্টিটিউট। তিনি বলেন, যেহেতু টিকা শেষ হওয়ার আগেই আমরা পাচ্ছি, সুতরাং কোনো সংকট হবে না। আর গণটিকাদানের প্রথম ও দ্বিতীয় ডোজের কার্যক্রমও চলবে। Related posts:মেট্রোরেলের নিরাপত্তায় পুলিশের আলাদা ইউনিট গঠনের নির্দেশ : প্রধানমন্ত্রীতরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীরশেয়ার বিক্রি ও ইজারা দেওয়ার বিধান রেখে বিআরটিসি বিল পাস Post Views: ২৬৪ SHARES জাতীয় বিষয়: