লকডাউন অমান্য করায় শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১ স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত লকডাউনের সপ্তম দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ জনকে ১৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে লকডাউন না মেনে দোকান খোলায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ওই ৯ জনকে জরিমানা করা হয়। জানা যায়, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলামিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে শহরের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক পরিধান না করার দায়ে ৯ ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ সালের সংক্রমণ আইনের ২৬৯ ধারায় দোষী সাব্যস্ত করে ৯ মামলায় ১৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ব্যক্তিরা জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন ৯ জনকে জরিমানার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:আমি প্রথম শ্রেণির অফিসার হতে চাই- শেরপুরের সেই প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী সুরাইয়াশেরপুরে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিতঝিনাইগাতীর ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র বদলিজনিত বিদায় সংবর্ধনা Post Views: ২২৪ SHARES শেরপুর বিষয়: