শেরপুরে ইয়াবাসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১শ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ী শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ী এলাকার জুলগাও গ্রামের শহিজল মিয়ার ছেলে মাহফুজুর রহমান মিঠুল (২৫)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানাযায়, শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী’র নির্দেশে সদর সার্কেল জনাব মোঃ হান্নান মিয়া’র সার্বিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখায় নতুন যোগদানকৃত ওসি ডিবি মনসুর আহাম্মদ এর নেতৃত্বে শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ৩০ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের এসআই মোফাখখির উদ্দিন, আজিজুল হাসান সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জেলার শ্রীবরদী থানার পাহাড়ী এলাকা ঝুলগাঁও গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় জুলগাও গ্রামের শহিজল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মাহফুজুর রহমান মিঠুল (২৫) কে ১শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ। এসময় তিনি আরো বলেন আমাদের এ ধরনের অভিযান চলবে। Related posts:নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংসযুবলীগ সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করছে- যুবলীগ চেয়ারম্যানঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ Post Views: ২৭৪ SHARES শেরপুর বিষয়: