শেরপুরে করোনায় আরও একজনের মৃত্যু ॥ নতুন শনাক্ত ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর শেরপুরেও প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার (১৩ এপ্রিল) প্রকাশিত রিপোর্টে জেলায় নতুন করে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ পাওয়া এই রিপোর্ট অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ জনে। জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় মোট ৬৫৩ জন আক্রান্ত, ৫৯১ জন সুস্থ হয়েছেন এবং ১৪ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন। শেরপুরে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত প্রথম ডোজে ৩৩ হাজার ১৪৬ জন এবং দ্বিতীয় ডোজে ৩ হাজার ৩৪৬ জন, মোট ৩৬ হাজার ৫৯২ জন টিকা নিয়েছেন। Related posts:ঝিনাইগাতীর সিনিয়র সাংবাদিক এসকে সাত্তারের সহধর্মিণীর ইন্তেকালশেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিতশেরপুরে রাজা, বাদশা ও জমিদার দেখতে জনতার ভিড় Post Views: ২৪৪ SHARES শেরপুর বিষয়: