শেরপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলো প্রতিবন্ধী ও কর্মহীনরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রতিবন্ধী, রিক্সাচালক ও রেস্তোরা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল বুধবার দুপুরে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ৩শ প্রতিবন্ধী ও কর্মহীন মানুষের মাঝে ওই সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ ও লবণ। খাদ্য সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান মাহমুদ, ডিএম সাদিক আল শাফিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, দেশজুড়ে চলমান করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। অসহায়-হতদরিদ্রদের পাশে জেলা প্রশাসন সবসময়ই ছিল এবং থাকবে। Related posts:ঝিনাইগাতী ও শ্রীবরদীতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন যারানকলায় পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিতঝিনাইগাতীতে বন্ধন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর খাদ্য সামগ্রী বিতরণ Post Views: ২১২ SHARES শেরপুর বিষয়: