শেরপুরে ভারতীয় ২ নাগরিক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে ভারতীয় ২ নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। এরা হলো সিদ্দিক আলি (২২) ও কাবিল মিয়া (২২)৷ওইসময় তাদের কাছ থেকে দু’টি এনআইডি কার্ড, একটি ব্যাংকের এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।শনিবার দুপুরে উপজেলার উত্তর কালাকুমা গ্রাম থেকে তাদের আটক স্থানীয় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। ১১ এপ্রিল রবিবার তাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তরের জন্য চিঠি দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক। রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, গত ৫ দিন আগে ভারতের ধুবরী জেলার মাইনকারচর থানার ডাকাইরা গ্রামের তারা মিয়ার ছেলে সিদ্দিক আলি ও একই এলাকার সালাম মিয়ার ছেলে কাবিল মিলে অবৈধভাবে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা নালিতাবাড়ী শহরের জনৈক ব্যক্তির বাসায় ৩ দিন থাকার পর গতকাল শুক্রবার কালাকুমা গ্রামের নুর ইসলামের বাড়ী যায়। রাতে থাকার পর দুপুরে বাড়ীর বাহিরে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিলো তারা। ওইসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিচয় জানতে চান। যুবকদ্বয় নিজেদের পরিচয় দিলে তারা বুঝতে পারেন, কোন না কোন সম সমস্যা আছে! এজন্য স্থানীয়রা আটক করে তাদের। পরে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের খবর দিলে তাদের আটক করে বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুকের নেতৃত্বে একটি দল। Related posts:নকলায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশগজনী অবকাশে পর্যটন কেন্দ্রে ফুড কর্ণার ও পানির পাম্প উদ্বোধন করলেন জেলা প্রশাসকশেরপুরে মানবাধিকার কমিশনের নয়া কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল Post Views: ৩১৮ SHARES শেরপুর বিষয়: