হেফাজত নেতা মামুনুল হক সাতদিনের রিমান্ডে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১ অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। গত বছর মোহাম্মদপুর থানায় করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তারের পর মামুনুল হককে তেজগাঁও থানায় নেওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয়ে। সোমবার সকাল ১১টার দিকে কড়া নিরাপত্তায় মামুনুল হককে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে মামুনুল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত কয়েকদিনে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া হেফাজতের কেন্দ্রীয় নেতাদের ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়। এদের মধ্যে বেশ কয়েকজনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। Related posts:নয়াদিল্লিতে পৌঁছালেন প্রধানমন্ত্রীবিদেশি পর্যবেক্ষকদের মানতে হবে ২১ গাইডলাইন : ইসি১১ দাবিতে রাজশাহী জুট মিল শ্রমিকদের বিক্ষোভ Post Views: ২৯০ SHARES জাতীয় বিষয়: