শেরপুরে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১

স্টাফ রিপোটার : শেরপুরে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলামের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের মাধ্যমে জেলায় এ কার্যক্রমের অনানুষ্ঠানিক উদ্বোধন হয়। এ সময় জেলা সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোবারক হোসেন, জেলা সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা মো. খাইরুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল পিপি, জেলা বিএমএ সভাপতি এম এ বারেক, এনএসআই এর উপপরিচালক মো. গোলাম কিবরিয়া, প্রবীণ আইনজীবী নিতাই লাল হোড়, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়সহ অনেকেই কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের জন্য জেলা সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে আগ্রহী মানুষের বেশ ভিড় দেখা যায়।
সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, বৃহস্পতিবার শেরপুর জেলায় ৫৫৩ জন দ্বিতীয় ডোজের ও ১০৩ জন প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। এদিন দ্বিতীয় ডোজের টিকার পাশাপাশি প্রথম ডোজের টিকাও দেওয়া হয়। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শরীরে করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। টিকা গ্রহণের পরও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
সিভিল সার্জন আরও জানান, করোনার সংক্রমণ শুরুর পর থেকে ৭ এপ্রিল পর্যন্ত শেরপুর জেলায় আক্রান্ত হয়েছেন ৬২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৮৫ জন। আর মারা গেছেন ১৩ জন।