আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪০ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ৮, ২০২১ অনলাইন ডেস্ক : আবারও রক্তাক্ত আফগানিস্তান। দেশটির রাজধানী কাবুলের একটি স্কুলে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত ও অসংখ্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্স এর। জানা গেছে, এখনো এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ। আর নিহতদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী। ঘটনার পর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি নিয়ে যায়। এছাড়া ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট বিভাগ। Related posts:ট্রাম্পের নির্বাচনী তহবিলের ডিনার প্লেটের মূল্য ৫ লাখ ৮০ হাজার ডলারমালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০একদিকে করোনা, অন্যদিকে পঙ্গপালের হানা Post Views: ২৯৮ SHARES আন্তর্জাতিক বিষয়: