করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মে ৬, ২০২১ অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কভিড-১৯ এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মীনি রাশিদা খানম আজ দুপুর ১টায় বঙ্গভবনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজগ্রহণ করেন। ভ্যাকসিন গ্রহণকালে পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত ছিলেন। এরআগে, গত ১০ মার্চ রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মীনি রাশিদা খানম কভিড-১৯ ভ্যাকসিন প্রথম ডোজগ্রহণ করেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৫৮ লাখ ১৮ হাজার ৪০০ এর বেশী লোক প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে। গতকাল (৬ মে) পর্যন্ত প্রায় ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। Related posts:বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ১১ জনের বিরুদ্ধে মানহানি মামলাপদ্মা সেতুর অগ্রগতি ৮৪ শতাংশমাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতায় র্যালি অনুষ্ঠিত Post Views: ২০৪ SHARES জাতীয় বিষয়: