ঝিনাইগাতীতে অফিসার্স ক্লাবের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মে ১৯, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অফিসার্স ক্লাব এর নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ মে মঙ্গলবার দুপুরে উপজেলা রাজস্ব তহবিল ও এডিপির অর্থায়নে ৪২ ফিট দৈর্ঘ্য ও ২৮ ফিট প্রস্থ টিনসেট বিল্ডিং এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক) রুবেল মাহমুদ। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায়, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী সাবিনা ওয়ারেজ পলিসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ওই সময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম বলেন, অফিসারদের বিনোদনের জন্য অফিসার্স ক্লাব ভবনটি নির্মাণ কাজে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ ও উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক এর আন্তরিকতায় দ্রুত সম্পন্ন করা হয়েছে। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সদ্য পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। Related posts:শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষককে হত্যার অভিযোগশেরপুরে অস্ত্রের মুখে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় মামলা ॥ আটক ২ঝিনাইগাতীতে পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Post Views: ১৯৭ SHARES শেরপুর বিষয়: