ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে দিনব্যাপী ফসল উৎপাদনে আধুনিক কলা কৌশল বিষয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষন সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ফসল উৎপাদনে আধুনিক কলা কৌশল বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া আখতার, কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম। এসময় ৬০ জন আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি) কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে আদিবাসী কৃষক-কৃষাণীগণ প্রশিক্ষণ পেয়ে তারা অনেক কিছু জানতে পেরেছে বলে সরকারের কৃষি অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান। Related posts:ঝিনাইগাতীতে একই পরিবারে চার জন প্রতিবন্ধী, কেউ পায়নি জাতীয় পরিচয়পত্রশ্রীবরদীতে মহান বিজয় দিবস উদযাপনশেরপুরে পুলিশ লাইন্স পুকুরে মাছ অবমুক্ত করলেন পুলিশ সুপার Post Views: ২২৪ SHARES শেরপুর বিষয়: