ত্রিশালে সড়ক দুর্ঘটনা॥ শেরপুরে নিহতদের বাড়িতে বইছে শোকের মাতম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১ বিশেষ প্রতিনিধি : ঈদ শেষে ঢাকায় ফেরার পথে ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের বাড়ী শেরপুরের বাঘেরচরে চলছে শোকের মাতম। কান্না থামছেনা পরিবারটির সদস্যদের। ঢাকা থেকে ঈদ করতে বাড়ী আসে শেরপুরের বাঘেরচরের সেকান্দর আলীর ছেলে আমান উল্লাহ (৩০), মেয়ে নাজমা (৩৫) ও নাজমার কন্যা লালমনি। এদের মধ্যে আমান উল্লাহ ঢাকায় কাচামালের ব্যবসা, নাজমা তার স্বামী ইব্রাহিমকে নিয়ে ঢাকায় গার্মেন্টসে চাকুরী করতো। শেরপুর থেকে বেগুন ভর্তি একটি পিকআপ ভ্যানে করে ঢাকায় রওয়ানা দেয় তারা। ত্রিশালে পিকাআপ ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে বালুভর্তি একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ভাই আমান উল্লাহ বোন নাজমা ও ভাগ্নি লালমনির মৃত্যুর হয়। এ মৃত্যুর খবর আসার পর থেকেই এ পরিবারটিতে শুরু হয়েছে শোকের মাতম। থামছেই তাদের কান্না। এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া। Related posts:নালিতাবাড়ীতে বন্যহাতি আক্রমনে নিহত পরিবারকে চেক প্রদানপুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেন নালিতাবাড়ীর কৃতি সন্তান মোস্তাফিজুর রহমানপদোন্নতি প্রাপ্ত ঝিনাইগাতীর এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা Post Views: ১৮৩ SHARES শেরপুর বিষয়: