শেরপুরের মৃগী নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১ বিশেষ প্রতিনিধি : শেরপুর সদরের মৃগী নদীতে গোসল করতে নেমে তানজিলা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১৭ মে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তানজিলা চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট গ্রামের ইনসান মিয়া মেয়ে। পুলিশ জানায়, ইনসান মিয়া ঈদে ঢাকা থেকে স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ীতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে তার কন্যা তানজিলা ও ছেলে শিশু জিহাদ পাশ্ববর্তী মৃগী নদীতে গোসল করতে যায়। এসময় তারা দুজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে শিশু জিহাদকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হয়ে যায় তানজিলা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তিনঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় তানজিলাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া। শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:শেরপুরের ঝিনাইগাতীতে ইয়াবা রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাইনকলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনাঝিনাইগাতীতে ডেঙ্গু রোগী শনাক্ত Post Views: ৪৪০ SHARES শেরপুর বিষয়: