শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লুৎফা বেগম (২৪) নামে এক গৃহবধূ। ২৩ মে রবিবার বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে স্বাভাবিকভাবেই তিন সন্তানের জন্ম দেন গৃহবধূ লুৎফা বেগম। তিনি পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ঘাষিরপাড়া গ্রামের মো. রাসেল মিয়ার স্ত্রী। তিন সন্তানের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ার সংবাদ শুনে শেরপুর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভিড় করেন অনেকেই। জানা যায়, প্রায় চার বছর আগে রাজধানী ঢাকায় একটি গার্মেন্টেসে কর্মরত রাসেল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় লুৎফা বেগমের। দীর্ঘ চার বছর পর লুৎফা অন্তঃসত্ত্বা হন। শনিবার রাতে তার প্রসব বেদনা উঠলে স্বজনরা লুৎফাকে শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করেন। এরপর রবিবার তিনি একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। হাসপাতালের গাইনি ওয়ার্ডে লুৎফা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, একসাথে তিন সন্তান জন্ম হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া। তিনি আর সন্তান নেবেন না। সন্তানদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি। এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. খাইরুল কবির সুমন বলেন, মা ও তিন নবজাতক সুস্থ আছে। হাসপাতাল থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। Related posts:ডিআইজি পদে পদোন্নতি পেলেন ডিএমপির যুগ্ম কমিশনার আনিসুর রহমানঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিতনালিতাবাড়ীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন Post Views: ২৪২ SHARES শেরপুর বিষয়: