শেরপুরে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে ২ কেজি গাঁজাসহ সাবিনা ইয়াসমিন (২৭) নামে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৮ মে শনিবার বিকেলে শহরের সজবরখিলা মহল্লার ভাড়া বাসা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিন নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার নাহিদ হাসানের স্ত্রী। জানা যায়, শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক, এসআই ইউসুফ আলী, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শনিবার বিকেলে পৌর শহরের সজবরখিলা মহল্লায় মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিনের ভাড়া বাসায় অভিযান চালায়। ওইসময় তার শয়ন কক্ষের পাশের রুম থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতারের বিষয়টি ডিবির (ওসি) মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে শেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। Related posts:নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষন কর্মশালাপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ঝিনাইগাতীর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীগণশেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের শ্বাশুড়ী ও সাংবাদিকের মাতার ইন্তেকাল : দাফন সম্পন্ন Post Views: ৩৩৬ SHARES শেরপুর বিষয়: