শেরপুরে ৭ গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২১ বিশেষ প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে আগাম ঈদুল ফিতর পালিত হচ্ছে। গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনি পাড়া, নকলা উপজেলার নারায়নখোলা ও চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল। এর আগে সৌদি আরবের সাথে মিল রেখে রোজাও শুরু করে এসব গ্রামের মানুষ। ১৩ মে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে দেড় থেকে দুই’শ মুসল্লী অংশগ্রহণ করেন। এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন। নামাজের পর পারস্পরিক কোলাকোলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে। বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ পালনকারীর সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী। Related posts:আনুষ্ঠানিকভাবে শেরপুরের ‘ছানার পায়েস’র জিআই সনদ গ্রহণ করলেন জেলা প্রশাসকশ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেইস ওয়াশ আটকশেরপুরে কবর খুঁড়ে ১১ কঙ্কাল চুরি Post Views: ২৩০ SHARES শেরপুর বিষয়: