শ্রীবরদীর বালিজুরিতে সড়ক বন্ধের পায়তারা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরিতে ওহেদ আলী নামে এক ব্যক্তি যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। রাস্তা দিয়ে চলাচলের দাবি জানিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষথেকে নুরুল হক অভিযোগ করেছেন। শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিজুরি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূরল হক জানান, গতকাল ২৪ মে সোমবার ওই গ্রামের ওহেদ আলী নামে এক ব্যক্তি কিছু গাছের চারা রোপন করে রাস্তাটি বন্ধের পায়তারা করছে। তিনি আরো জানান, ওই রাস্তা দিয়ে বালিজুরি উচ্চ বিদ্যালয়, বালিজুরি প্রাথমিক বিদ্যালয়, বালিজুরি ঈদগাহ মাঠসহ প্রায় ২/৩ হাজার মানুষের চলাচল এ রাস্তাদিয়ে মানুষ নিয়মিত দীর্ঘদিন যাবত যাতায়াত করে আসছে। এ বিষয়ে অভিযুক্ত ওহেদ আলী জানান, ওই জায়গাটি আমার ক্রয়কৃত। দীর্ঘদিন যাবত পতিত পড়ে থাকার কারণে এলাকার লোকজন এ জায়গাটি সড়ক হিসেবে ব্যবহার করে আসছে। এদিক থেকে অবৈধভাবে বালু বোঝাই গাড়ি যাতে চলাচল না করতে পাড়ে তাই আমি গাছের চারা রোপন করেছি। এলাকাবাসীর দাবি জায়গাটি মূলত সরকারী খাস ভূমি। এ বিষয়ে নূরল হকসহ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। Related posts:একটা ঘর ভিক্ষা চান হেলাল!শ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই যমজ শিশুরঝিনাইগাতীতে গন্ধগোকুল ও ঘুঘু পাখি অবমুক্ত করলেন বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ Post Views: ২২৮ SHARES শেরপুর বিষয়: