হাসপাতালে হাজতির মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা কারাগারে মাদক মামলায় বন্দি থাকা মনি পাল (৩৮) নামে এক যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ১৯ মে বুধবার সকালে ঘটনা ঘটে। মনি পাল শেরপুর শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার মৃত অমূল্য পালের ছেলে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১১ মে মাদক আইনের একটি মামলায় আদালতের নির্দেশে ওই যুবককে কারাগারে প্রেরণ করা হয়। মনি পাল কারাগারে আসার পর থেকেই অসুস্থ ছিল। ওই অবস্থায় ১৭ মে সে বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন জেলা সদর হাসপাতাল থেকে মনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মনি পাল মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর কারাগারের জেলার মো. তারিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় আইনগত যাবতীয় প্রক্রিয়া শেষে মৃত মনি পালের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মৃতের ভাই শেখর পালের দাবি, মনি নেশা করত কিনা তারা জানেন না। কারাগারে যাবার সময় মনি সম্পূর্ণ সুস্থ ছিল। মনিকে শেরপুর হাসপাতালে ভর্তি ও ময়মনসিংহে চিকিৎসার কথা পরিবারকে জানানো হয়নি। বুধবার সকালে কারাগারের পক্ষ থেকে পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে। Related posts:নালিতাবাড়ীতে সীমান্তে ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দশেরপুরে নিত্যপণের দাম নিয়ন্ত্রণে অভিযানে টাস্কফোর্স কমিটির সাথে সেনাবাহিনীশেরপুরে মাঝপথে বারবার যাত্রী উঠানোর প্রতিবাদ করায় যাত্রীর উপর হামলা Post Views: ১৯৫ SHARES শেরপুর বিষয়: