জামালপুরে করোনায় নতুন করে আরও ১৩ জন আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরে করোনায় নতুন করে আরও ১৩জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৭৭জনে। এক দিনের নমুনা পরীক্ষার শনাক্তের হার ১৬.২৫ ভাগ। গতকাল সোমবার (৭জুন) জেলায় ৮০টি নমুনা পরীক্ষা করে ১৩জনের রিপোর্ট পজেটিভ হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৭৭জন।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ১৩জন সদর উপজেলার বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপস্বর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ হয়েছে।আক্রান্ত ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে নমুনা দিয়েছিল। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.মো.মাহফুজুর রহমান সোহান জানান, জেলা সদরে প্রতিনিয়ত শনাক্তের হার বৃদ্ধির হচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে সবাইকে চলাচলের পরামর্শ দিয়েছেন। সব ধরনের জমায়েত এড়িয়ে যেতে বলা হচ্ছে। এছাড়াও সব সময় মাস্ক পরে থাকতে বলা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৭৭জন। অসুস্থদের মধ্যে ২১০৮জন সুস্থ হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে মারা গেছে ৩৫ জন। Related posts:আটকে রাখা তিনটি কার্গো ছেড়ে দিয়েছে আরাকান আর্মিমাদারগঞ্জের নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন মির্জা আজম এমপিজামালপুরে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক Post Views: ২২৩ SHARES সারা বাংলা বিষয়: