জামালপুরে নতুন করে আরও ৩৫ জন করোনায় আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুন ২২, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরে ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সারা জেলায় আক্রান্তদের মধ্যে ২৮ জন শনাক্ত হয়েছেন জামালপুর সদরেই। গত ১ মাসের পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন জামালপুর পৌর এলাকার বাসিন্দারা। মঙ্গলবার (২২ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী ১৫১ টি নমুনা পরীক্ষায় আক্রান্ত ৩৫ জনের মধ্যে জামালপুর সদর ছাড়া ইসলামপুর উপজেলায় রয়েছেন ১ জন এবং সরিষাবাড়ী উপজেলায় ৬ জন। স্বাস্থ্য বিভাগ জানায়, সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১৫ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮ টি নমুনা পরীক্ষায় ১ জন এবং রেপিড এন্টিজেন টেস্টে ৬১ টি নমুনা পরীক্ষায় ১৯ জন শনাক্ত হন। নতুন আক্রান্তদের নিয়ে জেলায় মোট ২৫৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২২৬৭ জন সুস্থ হয়েছেন এবং ৪২ জন মারা গেছেন। সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তের মধ্যে রয়েছে জামালপুর পৌরসভার বগাবাইদ, যোগীর ঘোপা, সর্দারপাড়া, লম্বাগাছ, শাহপুর, বটতলা, রামনগর, পাথালিয়া, পলাশতলা, বাগেরহাটা, বানাকুড়া, কম্পপুর, চালাপাড়া, পাঁচরাস্তা, জিগাতলা, মিয়াপাড়া, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও বেলটিয়া। সদর উপজেলার মধ্যে রয়েছে নান্দিনা, দিগপাইত ও তুলশীপুর। এছাড়া ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া এবং সরিষাবাড়ী উপজেলার মধ্যে রয়েছে সরিষাবাড়ী সদর, তারাকান্দি, বয়ড়াও সাতপোয়া। সিভিল সার্জন ডা. প্রণয়কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করে জানান, জামালপুর পৌর এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছেন। দৈনন্দিন কাজকর্ম, চলাফেরা ও জীবনাচরণে সংযত না হলে করোনা সংক্রমণ কমানো যাবে না। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। Related posts:কক্সবাজারে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগপ্রশাসনের কঠোরতায় বকশীগঞ্জে নিষিদ্ধ পলিথিন উধাও, ব্যবহার হচ্ছে কাপড়ের তৈরি ব্যাগদিনাজপুরে মা-ছেলেকে আটক করে মুক্তিপণ দাবি: সিআইডির এএসপিসহ আটক ৩ Post Views: ২০০ SHARES সারা বাংলা বিষয়: