ঝিনাইগাতীতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২১ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ‘সংগ্রাম অর্জন গৌরবে ৭২ বছরে আওয়ামী লীগ, আছে জনগণের সাথে, জনগণের পাশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। পরে স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায় ও মো. উমর আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মন্টু, ঝিনাইগাতী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৪ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়। Related posts:শেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতশেরপুরে সরকারি নির্দেশ অমান্য করে প্রাইভেট পড়ানোয় শিক্ষককে জরিমানানকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Post Views: ১৬৩ SHARES শেরপুর বিষয়: