ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বালিয়াচণ্ডি গ্রামে ১৯ জুন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জব্বার হুদা (৫৫) নামে এক কৃষক ও একটি গরুর মৃত্যু ঘটেছে। মৃত আব্দুল জব্বার হুদা ঝিনাইগাতী উপজেলার বালিয়াচণ্ডি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইগাতীর বালিয়াচণ্ডি গ্রামের কৃষক আব্দুল জব্বার হুদার বাড়িতে একটি গরু ছুটে আসে। এসময় গরুটি তাড়াতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গরুটি মারা যায়। তখন গরুটিকে বাঁচাতে গিয়ে আব্দুল জব্বার হুদাও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান শনিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আব্দুল জব্বার হুদার লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। Related posts:নালিতাবাড়ীতে কিশোরীকে পর্ণো ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগশ্রীবরদীতে বৃদ্ধের লাশ উদ্ধারশেরপুরে ‘স্বপ্ন ছায়া গার্ডেন এন্ড কফি হাউজ’র বর্ষপূর্তি উপলক্ষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান Post Views: ২২১ SHARES শেরপুর বিষয়: