ঝিনাইগাতীতে ৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ কায়েস (৩৫) ও রায়হান ইসলাম (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ জুন শুক্রবার রাতে ঝিনাইগাতী বাজার মেইন রোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কায়েস (৩৫) ঝিনাইগাতী শিমুলতলী এলাকার লূৎফর রহমানের পুত্র ও রায়হান ইসলাম (২২) শেরপুর সদর থানার শীতলপুর এলাকার নুরল ইসলামের পুত্র বলে জানা যায়। পুলিশ জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমানের নির্দেশনায় ঝিনাইগাতী থানার এসআই কাজল ও এএসআই আতিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে ঝিনাইগাতী বাজার মেইন রোড এলাকায় এক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কায়েস ও তার সহযোগী রায়হানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ওই রাতে ২ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ জুন শনিবার দুপুরে গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, কায়েসের নামে এর আগেও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। Related posts:শেরপুরের নতুন জেলা প্রশাসক মোমিনুর রশিদশেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন নকলা থানার রিয়াদ মাহমুদসোনার বাংলা যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ॥ চ্যাম্পিয়ন মোবারকপুর যুব ক্লাব Post Views: ২১৪ SHARES শেরপুর বিষয়: