পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর ৩০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১ এল্লা মেঘ হইলেই সোনালী কালার পানি আহে’ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ টানা তিনদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে থেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৩০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানি উঠেছে ঝিনাইগাতী সদর বাজারের বেশিরভাগ দোকানে। ডুবে গেছে কাচা পাকা সড়ক ও অর্ধ-শতাধিক মাছের ঘের। ২৮ জুন সোমবার থেকে শুরু হয় ভারী বর্ষণ।স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা মহারসী নদীর পানির তোড়ে দিঘিরপাড় অংশের শহর রক্ষা বাঁধ ভেঙে পানি নিম্নাঞ্চলে প্রবেশ শুরু করে। এরপর কয়েক ঘন্টার ব্যবধানে নিম্নাঞ্চলে পানি জমে যায়। এতে ডুবে যায় কাচা-পাকা বিভিন্ন সড়ক ও অর্ধ-শতাধিক মাছের ঘের। দিঘিরপাড় এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, ‘প্রতি বছরই আমাদের গ্রামে পাহাড়ি ঢলের পানি আসে। এতে আমাদের ঘরসহ আশপাশের ঘর ডুবে যায়। তখন আমরা পরিবার নিয়ে আত্মীয় কিংবা স্কুলের বারান্দায় ভ্রাম্যমাণ বাসা বানিয়ে থাকি।’ পাশেই থাকা বাসিন্দা লাভলী বেগম। ওই সময় কথার হয় তার সাথে। তিনি বলেন, ‘আমগর এলাকায় এল্লা (অল্প বৃষ্টি) মেঘ হইলেই সোনালী কালার (পাহাড়ি ঢল) পানি আহে (আসে)। এডা নতুন কিছু না, প্রতি বছরই আহে (আসে)।’ এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ জানান, ‘আমি ইতোমধ্যে ভাঙা বাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসন থেকে যতটুকু দেওয়া সম্ভব আমরা অবশ্যই তাদের মাঝে বিতরণ করবো। এছাড়া বাঁধ সংস্কার করা হবে শীঘ্রই, যাতে পানি নদী থেকে লোকালয়ে না আসে।’ Related posts:শেরপুরে ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তি : ক্লান্তিলগ্নে অসহায় কৃষকদের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশনালিতাবাড়ীতে খিচুড়ি নিয়ে ‘শিশুদের দ্বন্দ্বে’ ছোট বোনের স্বামীকে কুপিয়ে হত্যাশেরপুরে গত ৬ মাসে ৬০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ Post Views: ২৬১ SHARES শেরপুর বিষয়: