বাবার মৃত্যুর খবরে মেয়ের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১ জামালপুর প্রতিনিধি : বকশীগঞ্জে বৃদ্ধ বাবার মৃত্যুর শোক সইতে না পেরে মেয়ে আকলিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২৩ জুন বুধবার সকালে বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া মাঝপাড়া এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে পৌর শহরের মাঝপাড়া এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান বৃদ্ধ হেদু খাঁ (৮০)। বাবার মৃত্যুর খবর পেয়ে স্ট্রোক করে মারা যান মেয়ে আকলিমা বেগম (৪৮)। সকাল ১০টার দিকে বাবার বাড়ির পাশেই স্বামীর বাড়িতে তার মৃত্যু হয়। বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বকশীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বাদ আসর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হবে। Related posts:নারীদের সম্মান বৃদ্ধি করেছেন দেশরত্ন শেখ হাসিনা : মির্জা আজমসৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরুবরিশালে ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, যুবদল নেতা গ্রেপ্তার Post Views: ২২০ SHARES সারা বাংলা বিষয়: