মাদক পাচার রোধে ভারত-মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১ অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে মাদক উৎপাদন হয় না। পার্শ্ববর্তী দেশগুলো থেকে পাচার হয়ে দেশে মাদক ঢুকছে। তাই মাদক পাচার রোধে ভারত ও মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। শনিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। করোনাভাইরাসের কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনলাইনে সীমিত আকারে মাদকবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করে। এ আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক একটি বৈশ্বিক সমস্যা। মাদক কারবারিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, একসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ঠুঁটো জগন্নাথ’ হিসেবে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ অধিদপ্তরে বিভাগীয় ও জেলা কার্যালয় তৈরি হয়েছে। জনবল নিয়োগ দেওয়া হয়েছে। গতি বেড়েছে এ অধিদপ্তরের। Related posts:রেল চালকদের প্রশিক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীরসাতদিনে গ্রামে দেওয়া হবে ১ কোটি টিকা: স্বাস্থ্যমন্ত্রীচট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল Post Views: ২০৭ SHARES জাতীয় বিষয়: