যোগদান করলেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক মোমিনুর রশিদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মো. মোমিনুর রশীদ। ২১ জুন সোমবার বিকেলে বিদায়ী জেলা প্রশাসক আনার কলি মাহবুব নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ওইসময় পুলিশ সুপার চৌধুরী হাসান নাহিদ চৌধুরী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় নবাগত জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি নবাগত জেলা প্রশাসকের সাফল্য কামনা করেন। আর নবাগত জেলা প্রশাসক মোমিনুর রশীদ তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, ঝিনাইগাতীর বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, এনডিসি মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। Related posts:শ্রীবরদীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনওনালিতাবাড়ীতে ড্রামট্রাক ভর্তি ভারতীয় কম্বলসহ আটক ২শেরপুরে অসহায়দের মাঝে সাবেক এমপি শ্যামলীর আরও ঈদ উপহার বিতরণ Post Views: ২৪৮ SHARES শেরপুর বিষয়: