শেরপুরের নকলায় র্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১ বিশেষ প্রতিনিধি : শেরপুরের নকলা থেকে ২ কেজি ৯৮০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪’র একটি দল। ২৬ জুন শনিবার রাতে উপজেলার পাঁচকাহনিয়া এলাকা থেকে ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় মৃত গোলাপ হোসেনের পুত্র সুজন মিয়া (৩৫) ও মোহাম্মদ আলীর পুত্র মানিক মিয়া (২৮)। জানা যায়, সুজন মিয়া তার বসতঘরে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সুজন ও মানিককে ধরে ফেলে র্যাব। পরে তাদের হাতে থাকা বাজারের ব্যাগ থেকে দুই কেজি ৯৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় র্যাব-১৪ ময়মনসিংহের নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। Related posts:ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ॥ সোহাগের ঝড়ো ব্যাটিংয়ে শেরপুরের জয়ঝিনাইগাতীতে পদ্মা ব্যাংকের ‘এক কাপ চা’ ক্যাম্পেইননকলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৪ শতাধিক রোগী Post Views: ১৭৫ SHARES শেরপুর বিষয়: