শেরপুরে গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১ স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে শেরপুরে ইউনিয়ন পর্যায়ে নিরাপত্তা ও সঠিকভাবে সেবা প্রদানের লক্ষ্যে গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১৬ জুন বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রামপুলিশ সদস্যদের মাঝে ওইসব সাইকেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, গ্রামপুলিশরা প্রত্যন্ত অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেন। এই বাইসাইকেল দিয়ে তারা আরও ভালভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমানসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতী গারো পাহাড়ে বন্যহাতির তাণ্ডবে বসতবাড়ির ক্ষয়ক্ষতিশেরপুরে মৃত বন্যহাতি উদ্ধারশেরপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও শিশুখাদ্য বিতরণ Post Views: ২৭৩ SHARES শেরপুর বিষয়: