শেরপুরে নতুন করে আরও ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ২১, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। তাদের মধ্যে শেরপুর সদর উপজেলাতেই ৩০ জন রয়েছে। এছাড়া শ্রীবরদীতে ৪ জন, নালিতাবাড়ীতে ২ জন ও ঝিনাইগাতীতে ১ জন করে রয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১৩৫ জনে। ২১ জুন সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় সনাক্তের হার: ১৯.৪৭%। মোট আক্রাš Í: ১১৩৫ (৮.৬৬%)। সুস্থ হয়েছে : ৭৮১ (৭৫.১৭%)। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা : ২৮৩ জন। হাসপাতালে কোভিড আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা : ২৮ জন। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি : ২৩ জন। এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, চলতি জুন মাসে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা আক্রান্তদের অধিকাংশই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। সংক্রমণ ঊর্ধ্বমুখীর কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১১ জুন থেকে পৌর এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে বিধিনিষেধই যথেষ্ট নয়। করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, করোনা চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। Related posts:নকলায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতশেরপুরের নালিতাবাড়ীতে গৃহকর্মী ধর্ষণ ॥ ধর্ষক গৃহকর্তা গ্রেফতারশেরপুরে অবৈধ ১১টি ইটভাটায় অভিযান, ৬৫ লাখ টাকা জরিমানা Post Views: ২০৬ SHARES শেরপুর বিষয়: