শেরপুরে বিভিন্ন দুর্যোগে জেলা প্রশাসনকে সহায়তা করায় ৭ সংগঠনকে সম্মাননা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে করোনা ভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনকে সহায়তা করায় সাত সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ৬ জুন রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অনুষ্ঠানে জেলা প্রশাসক আনার কলি মাহবুব জেলার সাতটি প্রতিষ্ঠানের প্রধান ও সদস্যদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এই প্রতিষ্ঠানগুলো হলো ছাত্রলীগ শেরপুর জেলা শাখা, শেরপুর প্রেসক্লাব, রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিট, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, আজকের তারুণ্য, বিডি ক্লিন শেরপুর ও রক্ত সৈনিক শেরপুর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বী, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, জেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসূফ আলী রবিন, বিডি ক্লিন শেরপুরের সমন্বয়ক মো. আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শেরপুরে ব্যবসায়ীদের সাথে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিতভূইফোঁড় সাংবাদিকদের কালো তালিকাভূক্তসহ একজনের সদস্যপদ স্থগিত করলো শেরপুর প্রেসক্লাবঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাট-বাজারে পেয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং Post Views: ২০৮ SHARES শেরপুর বিষয়: